দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বুধবার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) সাধারণ সম্পাদক কুশল দাস জানিয়েছেন, অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ জন্যে ভারতীয় দলের প্রস্তুতি শিবির ১৫ই অক্টোবর থেকে ঝাড়খণ্ডে শুরু হবে।
কোভিড-১৯ মহামারীর কারণে, অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ চলতি বছরের নভেম্বরের বদলে আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হবে।
কুশল দাস সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, “আমরা অক্টোবরের প্রথম সপ্তাহে অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপের জন্যে ভারতীয় দলের প্রস্তুতি শিবির শুরু করার পরিকল্পনা করেছিলাম, তবে এখন এটি ১৫ই অক্টোবর থেকে শুরু হবে।”
ফেডারেশন প্রথমে আগস্টেই প্রস্তুতি শিবির শুরু করতে চেয়েছিল, কিন্তু সারা দেশে কোভিড-১৯ এর আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে তা হতে পারেনি। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন শিবির আয়োজনের ব্যাপারে ব্যাক্তিগত ভাবে আগ্রহ দেখানোর পর এই দায়িত্ব ঝাড়খণ্ডকে দেওয়া হয়। বিশ্বকাপের জন্যে সম্ভাবিত ভারতীয় দলে ঝাড়খণ্ডের আট খেলোয়াড় রয়েছে।