১৮ অক্টোবর বোর্ডের বার্ষিক সাধারণ সভা। গুরুত্বপূর্ণ বৈঠকে বোর্ডের আলোচনা নির্বাচনী রণকৌশল নিয়েও। সৌরভ বা জয় শাহরা আগামী দিনে কোন পদে থাকবেন বা আদৌ থাকবেন কি না তাও আলোচনার বিষয়বস্তু। বার্ষিক সাধারণ সভার আগে বৈঠকে বসবেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা।
বৈঠকে যোগ দিতে বিসিসিআইয়ের পদাধিকারীরা মুম্বই পৌঁছে গিয়েছেন। সূত্রের খবর, বোর্ডের পরবর্তী পদাধিকারী নিয়ে আলোচনা হবে বৈঠকে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির চেয়ারে সৌরভ গঙ্গোপাধ্যায় বোর্ডের আগামী নির্বাচনে লড়াই করবেন কিনা প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি সৌরভ।