বিসিসিআই সভাপতি রাজনীতির শিকার। মুখ খুলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিসিসিআইয়ের মসনদ হারালেও জীবনে আরও ‘বড় কিছু’ করার লক্ষ্য নিয়ে ফেলেছেন। কলকাতার এক পাঁচতারা হোটেলে ‘মহারাজ’ বন্ধন ব্যাংকের ব্র্যান্ড অ্যাম্বাস্যডর হলেন আনুষ্ঠানিকভাবে। আগামী দিনে আরও বড় কিছু নতুন ইনিংসেরই ইঙ্গিত দিলেন নিজের শহরে বসেই। জানিয়ে দিলেন প্রশাসকের চেয়ারে বসার থেকে ক্রিকেট খেলা অনেক বেশি চ্যালেঞ্জের।
বন্ধন ব্যাঙ্কের অনুষ্ঠানে সৌরভ বলেন, ‘আমি ভারতের হয়ে খেলার পরে বাংলার ক্রিকেট সংস্থার সভাপতি হয়েছি। তার পরে সেখান থেকে বিসিসিআই সভাপতি হয়েছি। ভবিষ্যতে আরও বড় কিছু করব। খেলোয়াড় জীবনের ১৫ বছর আমার জীবনের সব থেকে ভাল সময়।’ আবার শূন্য থেকে শুরু করার কথাও ভেবেছেন, ‘সবাই শেষটাই দেখে। কিন্তু বোঝার চেষ্টা করে না যে আমাদের সবাইকে শূন্য থেকে শুরু করতে হয়। প্রশাসক হিসাবে হয়তো আমার এখানেই ইতি। এখন হয়তো আমাকে নতুন ভূমিকায় দেখা যাবে। সেখানেও শূন্য থেকে শুরু করতে হবে।’
বিসিসিআই সভাপতি হিসাবে সৌরভের খতিয়ান ‘কোভিডের সময়ে সফল আইপিএল আয়োজন, কমনওয়েলথ গেমসে ভারতের মহিলা ক্রিকেট দলের রুপো জয়, ভারতের পুরুষ দলের বিদেশের মাটিতে অভাবনীয় সাফল্য থেকে শুরু করে ভারতীয় ক্রিকেটে একটা অন্য রকম শক্তি পরিলক্ষিত হচ্ছে। সারা জীবন ধরে কেউ প্রশাসক থাকতে পারে না। সিএবি-তে পাঁচ বছর ও বিসিসিআই-তে তিন বছর প্রশাসক হিসাবে কাজ করেছি। এতগুলো বছরে এটা বুঝেছি, কিছু জিনিস ছাড়তে হয়। ক্রিকেটারের চ্যালেঞ্জ অনেক বেশি।’ দীর্ঘ পথ এগিয়ে যাওয়ার জন্য নতুন লক্ষ্যের প্রয়োজন, বললেন ‘মহারাজ’ ‘লম্বা যাত্রায় সফল হতে গেলে ছোট ছোট পদক্ষেপ করে এগিয়ে যেতে হয়। শুরুতেই এক লাফে সাফল্যে পৌঁছে যেতে চাইলে তা সম্ভব হয় না। সেটা হতে পারে না। এক দিনে কেউ সচিন তেন্ডুলকর হয় না। নরেন্দ্র মোদী হয় না।’ সবার চোখ আপাতত সৌরভ ভবিষ্যতে কোন ইনিংস শুরু করতে চলেছেন, সেদিকেই!