টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে অনন্য নজির ভারতীয় মহিলা দলের ক্যাপ্টেন হরমনপ্রীত কাউরের। ২০২২ মহিলা এশিয়া কাপের ফাইনালে পৌঁছে রেকর্ড গড়লেন হরমন। আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে মোট সাতটি টুর্নামেন্টের ফাইনালে হরমনপ্রীত কউরের নেতৃত্বাধীন ভারতীয় মহিলা দল। ভারতের মহিলা ক্রিকেট দল আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে মোট সাতটি টুর্নামেন্টের ফাইনালে। সাতটি টুর্নামেন্টেই নেতৃত্ব দিয়েছেন হরমনপ্রীত কউর। আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে প্রথমবার ২০১২ সালের এশিয়া কাপের ফাইনালে উঠেছিল ভারত, সেই ম্যাচেও ভারতের ক্যাপ্টেন ছিলেন হরমন। ২০১৬ ও ২০১৮ সালের এশিয়া কাপেও ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন হরমনপ্রীত কউর। অস্ট্রেলিয়ায় ২০২০ সালের টি টোয়েন্টি ক্রিকেটের ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠেছিল ভারত, নেতৃত্ব দিয়েছিলেন হরমনপ্রীত কাউর। ২০২০ টি টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২২ কমনওয়েলথের ফাইনালে ক্যাপ্টেন ছিলেন হরমনপ্রীত কাউর। ২০২২ সালের এশিয়া কাপের ফাইনালেও হরমনপ্রীতের নেতৃত্বে ভারতীয় দল।
শ্রীলঙ্কার বিরুদ্ধে এশিয়া কাপের ফাইনালে ঝোড়ো হাফ-সেঞ্চুরি করার সুবাদে মন্ধানা একাধিক ব্যক্তিগত নজির গড়েন। ৮.২ ওভারে ওশাদি রণসিংহের বলে চার মেরে স্মৃতি মান্ধনার ব্যাক্তিগত স্কোর ৪৫। ১ রান নিলেই ভারত জয়ের লক্ষ্যে পৌঁছে যেত। মান্ধনা তা না করে, পরের বলে ছক্কা হাঁকিয়ে ভারতকে জেতানোর পাশাপাশি ব্যক্তিগত অর্ধশতরানও পূর্ণ করেন। ৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২৫ বলে ৫১ রানের দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত মান্ধনা।
ভারতের হয়ে মেয়েদের টি-২০ ক্রিকেটে এটি যুগ্মভাবে তৃতীয় দ্রুততম হাফ-সেঞ্চুরি।
১. ২০২২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩ বলে হাফ-সেঞ্চুরি করেন মান্ধনা।
২. ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২৪ বলে হাফ-সেঞ্চুরি করেন মান্ধনা।
৩. ২০১৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ২৫ বলে হাফ-সেঞ্চুরি করেন মান্ধনা।
৪. ২০২২ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৫ বলে হাফ-সেঞ্চুরি করেন স্মৃতি মান্ধনা।
মেয়েদের টি-২০ টুর্নামেন্টের নক-আউট ম্যাচে দ্বিতীয় দ্রুততম হাফ-সেঞ্চুরি
১. ২০২২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩ বলে হাফ-সেঞ্চুরি করেন মান্ধনা।
২. ২০২২ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৫ বলে হাফ-সেঞ্চুরি করেন মান্ধনা।
৩. ২০১৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ২৭ বলে হাফ-সেঞ্চুরি করেন অস্ট্রেলিয়ার মেগ ল্যানিং।
ভারতের হয়ে মেয়েদের টি-২০ ক্রিকেটে সব থেকে বেশি হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়েন মান্ধনা। টপকে যান মিতালি রাজকে। মিতালির মেয়েদের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে মোট ১৭টি হাফ-সেঞ্চুরি রয়েছে। মান্ধনা এই নিয়ে মোট ১৮টি হাফ-সেঞ্চুরি করেন আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে।