নৈহাটি স্টেডিয়ামে এরিয়ানের সঙ্গে ১-১ গোলে ড্র করল ইস্টবেঙ্গল। শুরুতে এগিয়েও মাত্র এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হয় লাল হলুদকে। ইস্টবেঙ্গলের সিনিয়র ও জুনিয়রদের একই অবস্থা। আইএসএলের পর কলকাতা লিগেও জয়ের মুখ দেখল না লাল হলুদ। খিদিরপুরের সঙ্গে ড্রয়ের পর এবার এরিয়ানের কাছেও আটকে গেল ইস্টবেঙ্গল।
কলকাতা লিগের সুপার সিক্স পর্বে জয়ের মুখ দেখল না লাল হলুদ শিবির। জেসিন টিকের গোলে বিনো জর্জের দল এগিয়ে খাকলেও লিড ধরে রাখতে পারেনি। ইস্টবেঙ্গল বিরতির পরই সমতা ফেরায় এরিয়ান। লাল হলুদ রক্ষণের ভুলে ১-১ করেন অমরনাথ। দুই ম্যাচে ২ পয়েন্ট ইস্টবেঙ্গলের। চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে থাকতে এদিন জিততে হত লাল হলুদ ব্রিগেডকে।ম্যাচ ড্র হওয়ায় কিছুটা সুবিধা মহমেডান স্পোর্টিং শিবিরের।