বেঙ্গালুরু এফসিকে ১-০ গোলে হারিয়ে এফসি গোয়াকে টপকে আইএসএল লিগ টেবিলের শীর্ষে হায়দরাবাদ এফসি। তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে টেবলের শীর্ষে হায়দরাবাদ। বার্তোলোমেউ ওগবেচের গোলেই জয়।
জামশেদপুর এফসি ১-১ ড্র করল মুম্বই সিটি এফসির সঙ্গে। জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচের আট মিনিটে মুম্বইকে এগিয়ে দেন লালিয়ানজ়ুয়ালা ছাংতে। ড্যানিয়েল চিমার গোলে সমতা ফিরিয়ে আনে জামশেদপুর।
দক্ষিণের ডার্বিতে সুনীল ছেত্রী বনাম ওগবেচের ম্যাচে ভারত অধিনায়ক গোল করতে ব্যর্থ। ৮৩ মিনিটে জয়সূচক গোল ওগবেচের।