দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আইপিএল শুরু হওয়ার আগেই বিধ্বংসী মেজাজে মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্স খেলবে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে।
তার আগে আবুধাবিতে অনুশীলন সারছেন রোহিতরা। আর সেখানেই এক স্পিনারকে স্টেপ আউট করে সোজা ছক্কা হাঁকান তিনি। আর সেই বল গিয়ে পড়ে সোজা মাঠের বাইরের রাস্তায় একটি বাসে। ইনস্টাগ্রামে সেই শটের ভিডিও আপলোডও করেছে মুম্বই ইন্ডিয়ান্স।
যথারীতি মুহুর্তেই ভাইরাল হয় সেই ভিডিও। ৯৫ মিটারের এই ছয় দেখার পর থেকেই তাই আরও আত্মবিশ্বাসী মুম্বইয়ের ফ্যানরা। এবছরও সেরার শিরোপা ধরে রাখতে চান তাঁরা।