দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: সিএসকে-কেই এবারের আইপিএলের সম্ভাব্য চ্যাম্পিয়ন বাছলেন প্রাক্তন অস্ট্রেলিয়ান পেসার ব্রেট লি। ১৯শে সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা আইপিএলে ধারাভাষ্যকার হিসেবে থাকবেন লি। আর তাই মুম্বইয়ে ইতিমধ্যেই পা রেখেছেন প্রাক্তন তারকা এই পেসার। রয়েছেন আইসোলেশনে। তার মধ্যেই ইনস্টাগ্রামে ফ্যানদের প্রশ্নের উত্তরে মহেন্দ্র সিং ধোনির সিএসকে-কেই সম্ভাব্য চ্যাম্পিয়ন বললেন কেকেআরের প্রাক্তন এই বোলার।
যদিও এবারের আইপিএলের শুরুর আগে থেকেই কিছুটা বেকায়দায় চেন্নাইয়ের এই দল। ব্যক্তিগত কারণে দেশে ফিরে এসেছেন মিস্টার আইপিএল সুরেশ রায়না। নাম প্রত্যাহার করেছেন হরভজন সিংও।
তবে নিজের পুরোনো দল নাইটদেরও খুব বেশি পিছিয়ে রাখছেন না লি। তাঁর মতে, ‘এবছর নাইট রাইডার্সের বোলিং সত্যিই দারুণ শক্তিশালী। এবছর কেকেআর পয়েন্ট টেবিলের প্রথম চারে থেকে প্লে-অফ খেলার দাবিদার।’ সঙ্গে প্যাট কামিন্সকে বিশ্বমানের পেসার বলেও মনে করেন লি।
তবে ২০১৪ সালে আমিরশাহীতে আইপিএলের আসরে গৌতম গম্ভীরের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। এখন দেখার দীনেশ কার্তিকের নেতৃত্বে আবারও চ্যাম্পিয়ন হতে পারে কিনা কলকাতার এই দল।