দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: করোনা মহামারীর জেরে, দুই দফা পিছিয়ে শেষ পর্যন্ত বাতিলই হয়ে গেল ২০২০ এএফসি কাপ। আজ এশিয়ান ফুটবল কনফেডারেশনের এক্সিকিউটিভ কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রায় সাত মাসের বিরতি দিয়ে এএফসি কাপ মাঠে গড়ানোর কথা ছিল অক্টোবরে। স্বাস্থ্যবিধির কথা ভেবে আগের মতো হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে না হয়ে মালদ্বীপেই বাকি দশ ম্যাচ আয়োজনের পরিকল্পনা নেয়া হয়। নতুন সূচি অনুযায়ী এএফসি কাপের পরবর্তী ম্যাচগুলো ২৩, ২৬ , ২৯শে অক্টোবর এবং ১ ও ৪ঠা নভেম্বর মাঠে গড়ানোর কথা ছিল।
এ বছরের কাপে ভারত থেকে চেন্নাই সিটি এফসি যোগ্যতা অর্জন করেছিল। বাংলাদেশের বসুন্ধরা কিংস এবং মালদ্বীপের মাজিয়া ও টিসি স্পোর্টস ক্লাবের সাথে গ্রুপ ই-তে অবস্থান করছিলো ২০১৮-১৯ আই লিগ চ্যাম্পিয়নরা। মহামারীর জেরে টুর্নামেন্ট স্থগিত হয়ে যাওয়ার আগে মার্চে প্রথম ম্যাচে টিসি স্পোর্টস ক্লাবের সাথে ২-২ গোলে ড্র করেছিল চেন্নাই সিটি এফসি।