দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ইয়ন মরগ্যানকে নিয়ে হঠাৎ কেকেআর শিবিরে আশঙ্কার কালো মেঘ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে ফিল্ডিং করার সময় আঙুলে চোট পেয়েছিলেন। শোনা যাচ্ছে, ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়কের নাকি আঙুল ভেঙেছে। তাতেই দুশ্চিন্তা বেড়েছে নাইট শিবিরে।
গত রবিবারের ম্যাচে স্টয়নিসের শট বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছিলেন মরগ্যান। তখনই ডান হাতের অনামিকায় চোট পান। ছবিতে দেখা যায় ইংল্যান্ড অধিনায়কের আঙুল বেঁকে গিয়েছে। এরপর ফিজিওর সঙ্গে মাঠ ছাড়লেও আবার দ্রুত ফিরে আসেন মরগ্যান। শোনা যাচ্ছে, সেই চোটেই নাকি তার আঙুল ভেঙেছে। যদিও ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে এখনও পর্যন্ত মরগ্যানের চোট নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি।
এ বছর দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে মরগ্যানকে বিবেচিত করছে নাইট শিবির। ফলে সত্যিই যদি মরগ্যানের আঙুল ভেঙে থাকে, তাহলে তাকে টুর্নামেন্টের শুরু থেকে পাওয়ার ব্যাপারে সংশয় থেকেই যাচ্ছে। আর চোট গুরুতর হলে আমিরাতে আইপিএলে বড়সড় ধাক্কা খেতে পারে কলকাতার দল। কারণ ইতিমধ্যে কাঁধের চোটের জন্য টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন হ্যারি গার্নে।