দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: এশিয়ান গেমসে সোনাজয়ী অ্যাথলিট পিঙ্কি প্রামানিক যোগ দিলেন বিজেপিতে। বঙ্গ বিজেপির সদর দপ্তরে গিয়ে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত থেকে বিজেপির পতাকা নিজের হাতে তুলে নেন বাংলার সোনার মেয়ে।
২০০৬ সালে দোঁহা এশিয়ান গেমসে ৪×৪০০ মিটার রিলে রেসে ভারতের হয়ে সোনা জেতেন পিঙ্কি। ওই বছরই মেলবোর্ন কমনওয়েলথ গেমসে ওই ইভেন্টেই রুপো জেতেন বাঙালি এই অ্যাথলিট। এছাড়াও সাফ গেমসে ৪০০ মিটার, ৮০০ মিটার ও ৪×৪০০ মিটার রিলে রেসে সোনা জেতার কৃতিত্ব রয়েছে তাঁর।
২০১২ সালে তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে। যদিও পরে সেই মামলা থেকে বেকসুর খালাস পান ভারতীয় রেলে কর্মরত এই অ্যাথলিট।