প্রীতম চক্রবর্তী চোটের কারণে হিমাচল ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন। প্রত্যাশা মতোই রবিকান্ত সিংয়ের রনজি অভিষেক। ইডেনে ২৮ বছর বয়সী পেসারের হাতে বেঙ্গল ক্যাপ তুলে দেন কোচ লক্ষ্মীরতন শুক্লা। হিমাচলপ্রদেশ টসে জিতে ব্যাট করার আমন্ত্রণ জানায় বাংলাকে। রনজির দ্বিতীয় ম্যাচে খেলতে নামা বাংলার বিরুদ্ধে ইডেনে ঋষি ধাওয়ানরা। শুরুতে ব্যাটিং মনোজদের। ঘরের মাঠে উত্তরপ্রদেশের বিরুদ্ধে দুর্দান্ত জয় দিয়ে রঞ্জি ট্রফি অভিযান শুরু বাংলার। ইডেনে হিমাচলপ্রদেশের বিরুদ্ধে চোটের কারণে নেই পেসার প্রীতম চক্রবর্তী। অভিমন্যু ঈশ্বরন এখনও জাতীয় দলের সঙ্গে বাংলাদেশ সফরে থাকায় বাংলার নেতৃত্ব মনোজ তিওয়ারির হাতেই।
বাংলা একাদশ
অভিষেক দাস, কৌশিক ঘোষ, সুদীপ ঘরামি, অনুষ্টুপ মজুমদার, মনোজ তিওয়ারি (ক্যাপ্টেন), অভিষেক পোড়েল (উইকেটকিপার), শাহবাজ আহমেদ, সায়ন শেখর মণ্ডল, আকাশ দীপ, ইশান পোড়েল ও রবিকান্ত সিং।
হিমাচলপ্রদেশ একাদশ
রাঘব ধাওয়ান, প্রশান্ত চোপড়া, অঙ্কিত কলসি, অমিত কুমার, আকাশ বশিষ্ট, ঋষি ধাওয়ান (ক্যাপ্টেন), প্রবীণ ঠাকুর (উইকেটকিপার), মায়াঙ্ক ডাগর, বৈভব আরোরা, সিদ্ধার্থ শর্মা, কেডি সিং।