দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো: কাতার বিশ্বকাপের (Qatar World Cup 2022) রেশ যেন এখনো কাটতে পারেনি। চার বছর পর বিশ্বকাপ স্বাভাবিকভাবেই বিশ্বকাপে ঝাঁঝ থেকে যেন বেরিয়ে আসতে পারছেন না আপামর ফুটবলপ্রেমীরা। ফিফাও এবারের বিশ্বকাপে এলাহী আয়োজন করেছে। বিশ্বকাপের মুকুট ছিনিয়ে নিয়েছে আর্জেন্টিনা (Argentina)। অন্যান্য দলগুলি বা কম কিসে। প্রতিযোগিতার সেরা গোলটি এবার বেছে নিল ফিফা (FIFA)। জনগণের ভোটদানের প্রক্রিয়ায় এই গোলটি বেছে নেওয়া হয়েছে। এবারের ফিফা বিশ্বকাপে গোল হয়েছে মোট ১৭২ টি। তার মধ্যে সেরা সেরা গোল বেছে নেওয়া মোটেই সহজ নয়। প্রতিযোগিতার একেবারে শুরুতে সেরা গোলটি হয়েছে দাবি সাধারণ মানুষের।
সারবিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নেমেছিল ব্রাজিল (Brazil) । সেই ম্যাচে রিচরলিসনের (Goal of Richarlison FIFA 22) করা দ্বিতীয় গোল বিশ্বকাপের সেরা গোল এই বিবেচনা করেছেন সমর্থকরা। ৭৩ মিনিটে বাঁ দিক থেকে ভিনিসিয়াসের বা পায়ের পাশ দিয়ে শরীরটাকে শূন্যে ছুড়ে দিয়ে ডান পায়ের সাইডভলিতে বল জালে জড়িয়ে ফেলেছিলেন। সেই ম্যাচের পরপর দুটি গোল করেছিলেন তিনি। প্রথম ম্যাচেই তার জোড়া গোল রীতিমতো উত্তেজনায় বাড়িয়ে দিয়েছিল তার সমর্থকদের মধ্যে।