বাংলা রাজ্য চ্যাম্পিয়নশিপ টেনিসে অনূর্ধ্ব-১৪ বিভাগে চ্যাম্পিয়ন আকাঙ্খা ঘোষ। ফাইনালে সৌম্যা চট্টোপাধ্যায় ৭-৫, ৬-৩ গেমে পরাজিত হয় আকাঙ্খার কাছে। অনূর্ধ্ব-১৪ বিভাগে চ্যাম্পিয়ন ও অনূর্ধ্ব-১৬ বিভাগে রানার্স আকাঙ্খা। ফাইনালে হেরে যায় ঋতুজা সাহার কাছে ৪-৬,২-৬ ফলে। অনূর্ধ্ব-১৪ ফাইনালে ট্রফির অন্যতম দাবিদার আকাঙ্খা। ফাইনালের পর ট্রফি এবং পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয়। ট্রফি জেতায় খুশি প্রত্যেকেই।
প্রথম বার বাংলায় আয়োজিত হতে চলেছে জুনিয়র নেটবল। সল্টলেক সাই কেন্দ্রে এই প্রতিযোগিতায় ২৫টি রাজ্যের ১০০০-এর বেশি প্রতিযোগী অংশগ্রহণ করবে। প্রতিযোগিতার উদ্বোধন করবেন রাজ্যের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। ফাইনালে উপস্থিত থাকবেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতা ক্রীড়া সাংবাদিক তাঁবুতে সাংবাদিক সম্মেলনে জানান রাজ্যে নেটবল অ্যাসোসিয়েশনের সভাপতি বিশ্বরূপ দে। উপস্থিত ছিলেন সচিব বীনাপানি দাস।