দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো: খারাপ আলোর কারণে দ্বিতীয় দিনের খেলাও শেষ হয় নির্ধারিত সময়ের আগেই। নাগাল্যান্ডের ১৬৬ রানের জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে বাংলা প্রথম ইনিংসে ৪ উইকেটের বিনিময়ে ৩৩৬ রান তোলে। প্রথম ইনিংসে বাংলা এগিয়ে ১৭০ রানে। হাতে রয়েছে ৬টি উইকেট। প্রথম ইনিংসেই নাগাল্যান্ডের উপর বিরাট রানের বোঝা চাপিয়ে ইনিংসে জয় তুলে নেওয়ার চেষ্টা চালাবে বাংলা। ২৩ বলে ১৬ রান করে অপরাজিত মনোজ তিওয়ারি। ৬ বলে ১ রানে নট-আউট শাহবাজ আহমেদ। তৃতীয় ম্যাচে নাগাল্যান্ডের চেতন বিস্টদের ইনিংস জয়ের সাথে সাথে পুরো ৭ পয়েন্টের লক্ষ্যে বাংলা!
ইডেনে হিমাচলপ্রদেশের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে শতরান করেছিলেন সুদীপ ঘরামি। নাগাল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি চলতি রনজি ট্রফিতে টানা ২টি ইনিংসে শতরান সুদীপের। ১১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৭৮ বলে ১০৪ রান করে হপংকিউয়ের বলে যুগন্ধরের হাতে ক্যাচ দিয়ে আউট হন সুদীপ ঘরামি। ৫৭ বলে ৩০ রান করে জোনাথনের বলে এলবিডব্লিউ হন অনুষ্টুপ মজুমদার। ১৬টি বাউন্ডারির সাহায্যে ২১৮ বলে ১৭০ রানে জোনাথনের বলে বোল্ড হন অভিমন্যু।
নাগাল্যান্ডের বিরুদ্ধে জোড়া শতরান অভিমন্যু-সুদীপের শতরানে বিরাট রানের লক্ষ্যে বাংলা!

