দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো: ২০২২ সালের সর্বাধিক অর্থ উপার্জনকারী মহিলা ক্রীড়াবিদদের পাঁচ জনের মধ্যে চার জন টেনিস খেলোয়াড়।
নাওমি ওসাকা : জাপানের টেনিস তারকার ২০২২ সালে মহিলা টেনিস অ্যাসোসিয়েশনে শীর্ষ স্থানে। সিঙ্গলসে ১ নম্বর টেনিস তারকা ওসাকা এশিয়ার প্রথম টেনিস খেলোয়াড়। ২০২২ সালে ৫১.১ মিলিয়ন ডলার উপার্জন করেন ওসাকা।
সেরেনা উইলিয়ামস : কিংবদন্তি মহিলা টেনিস মহাতারকা সেরেনা উইলিয়ামস সর্বাধিক পাঁচ উপার্জনকারী মহিলা ক্রীড়াবীদের তালিকায় দ্বিতীয় স্থানে। নিজের কেরিয়ারে প্রায় ৩১৯ সপ্তাহ মহিলাদের র্র্যাঙ্কিংয়ে ১ নম্বরে ছিলেন সেরেনা। ২৩টি গ্র্যান্ডস্ল্যামের মালিক সেরেনা এই বছর উপার্জন করেন ৪১.৩ মিলিয়ন ডলার।
এলেনা য়ু : আমেরিকায় জন্মানো ফ্রিস্টাইল স্কিয়ার এইলিন গু হাফপাইপ, স্লোপস্টাইল এবং বিগ এয়ার ইভেন্ট চ্যাম্পিয়ান। ১৯ বছর বয়সেই অনেক কিছু অর্জন করেছেন এইলিন। বিগ এয়ার এবং হাফপাইপে সোনা জেতেন। ২০২২ সালে ২০.১ মিলিয়ান উপার্জন এইলিনের।
এমা রাদুকানু : ব্রিটেনের এমা রাদুকানু মহিলাদের সিঙ্গলসে মহিলা টেনিস অ্যাসোসিয়েশনের র্যাঙ্কিংয়ে দশ নম্বরে। ২০২১ সালে ইউএস ওপেন জেতেন। ১৮.৭ মিলিয়ন ডলার ২০২২ সালে উপার্জন করেন এমা।
ইগা সুয়াটেক: টেনিস সুন্দরী পোল্যান্ডের ইগা সুয়াটেক উপার্জ্জনের তালিকায় পঞ্চম। ফরাসি ওপেন, ইউএস ওপেন জেতার পাশাপাশি ৬৫.৯ শতাংশ ম্যাচে জয়ী। ২০২২ সালে ১৪.৯ মিলিয়ন ডলার উপার্জন করেন ইগা সুয়াটেক।