দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: চরম অনিশ্চয়তার মুখে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের ভবিষ্যত। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের (সিএসএ) নিয়ন্ত্রণ নিজেদের অধীনে নিয়েছে দক্ষিণ আফ্রিকা সরকার। আসলে, আইসিসির নিয়ম অনুযায়ী কোনো দেশের ক্রিকেট বোর্ডে সরাসরি সরকারি হস্তক্ষেপ নিষিদ্ধ। সরকারের এমন পদক্ষেপের ফলে দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ পর্যন্ত হতে পারে।
দক্ষিণ আফ্রিকার স্পোর্টস কনফেডারেশন ও অলিম্পিক কমিটি যৌথভাবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডকে একটি চিঠি দিয়েছে বলে দাবি করেছে ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ। সেই চিঠিতে তারা বোর্ডের শীর্ষ কর্তাদের সরে যেতে নির্দেশ দিয়েছেন। অনেক দিন ধরেই নাকি বোর্ডে নানা ধরনের অসৎ কাজ ও দুর্নীতি চলে আসছিলো বলে উল্লেখ করা হয়েছে ওই চিঠিতে। এসব কর্মকাণ্ডের কারণে ক্রিকেটের প্রতি দেশের মানুষ, স্পনসর ও খেলোয়াড়েরা বিশ্বাস হারিয়েছে বলে মনে করে দক্ষিণ আফ্রিকার স্পোর্টস কনফেডারেশন ও অলিম্পিক কমিটি।
বিষয়টি নিয়ে বেশ কয়েক বার আলোচনা করার পর অবশেষে মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার স্পোর্টস কনফেডারেশন ও অলিম্পিক কমিটি এই সিদ্ধান্তে পৌঁছেছেন। এর আগে বর্ণবাদের কারণে ২২ বছর আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ ছিল দক্ষিণ আফ্রিকা।