দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: এবারের আইপিএলের সম্ভব্য চ্যাম্পিয়ন কে হবে তা নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন প্রাক্তন অজি তারকা ব্রেট লি। আর এবার আইপিএলের সম্ভাব্য লাস্ট বয় কে হবে তা নিয়ে নিজের মতামত জানালেন আরেক প্রাক্তন অজি ক্রিকেটার ব্র্যান্ড হগ। তাঁর মতে, কিংস ইলেভেন পঞ্জাব এবার লিগ টেবিলের নিচে শেষ করবে তাদের আইপিএল অভিযান।
নিজের ইউটিউব চ্যানেলে এই মতামত জানিয়েছেন তিনি। তাঁর মতে, পঞ্জাবের এই দলের বিদেশি নির্বাচন নিয়ে গলদ রয়েছে। তিনি বলেন, “পাঞ্জাবের বিদেশিদের সবাই ম্যাচ উইনার। আফগানিস্তানের মুজিব উর রহমান এবং জর্ডন বাদে। ওরা দুজনেই গুনমানসম্পন্ন বোলার। দলে নির্দিষ্ট দায়িত্বও থাকবে ওদের।”
তবে,গ্লেন ম্যাক্সওয়েল, জিমি নিশাম, ক্রিস গেইলদের কথা বলতে গিয়ে তিনি পরিস্কার জানান, ওরা ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারে না। তিনি বলেন, “ওদের অন্যন্য যে ক্রিকেটাররা রয়েছে- ম্যাক্সওয়েল, গেইল, নিশাম, ওঁরা হঠাৎ হঠাৎ দুরন্ত খেলে দেয়। তবে একজন বিদেশিদের থেকে যা প্রত্যাশা, সেই ধারাবাহিকতা নেই ওদের।”
পরে আরও যোগ করে তিনি বলেন, ” পঞ্জাবের দলে অনেক উঁচু নিচু আছে। এই কারনেই ওরা টেবিলের শেষে থাকবে।”হগ মুখ খুলেছেন আইসিবি নিয়েও। তাঁর মতে, ” এ বছর কিংস ইলেভেন পাঞ্জাবের পর আরসিবির বিষয়েও মুখ খুলেছেন তিনি। তাঁর মতে, “গত বছরের তুলনায় আরসিবির বোলিংয়ে তেমন কোনো ফারাক নেই। সাইনি, সিরাজ এবং উমেশ যাদবকে এবার পারফর্ম করতে হবে।”
সঙ্গে তিনি আরও বলেন, “ওদের যে বিষয়টা পরিবর্তন হয়েছে তা হল কোচিং স্টাফে। গত বছর সাইডলাইনের ধার থেকে কোচ চিৎকার করে নির্দেশ দিতেন। এতে বোলাররা আরো ঘাবড়ে যেতেন।”
আরসিবির নতুন বোলিং কোচ নিয়ে উচ্ছসিত হগ। উমেশদের নতুন বোলিং কোচ এবার এডাম গ্রিফিথ। হগ বলছেন,”অস্ট্রেলিয়ান কোচ এডাম গ্রিফিথ একজন দারুণ কোচ। আইপিএলে একদম তরতাজা অবস্থায় বোলারদের পাবেন তিনি। গতবারের তুলনায় ওদের পারফরম্যান্সেও অনেক উন্নতি হবে।”