দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন প্রাক্তন ফুটবলার শ্যামল ঘোষ। কয়েকদিন আগেই বুকে স্টেইন বসানোর পর ভালই ছিলেন। হঠাৎ অবস্থার অবনতি হয়। সন্ধ্যায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। ভারতীয় ফুটবলের অন্যতম সেরা স্টপার।


তিনি ইস্টবেঙ্গল অন্তপ্রাণ ছিলেন। লাল হলুদের অধিনায়ক পরবর্তীতে কোচ হন। ঠান্ডা মাথার ফুটবলার শ্যামল ঘোষ ইস্টবেঙ্গলে খেলেন সুরজিৎ সেনগুপ্তর সঙ্গে। একে অপরকে ‘ব্যাংক’ বলে ডাকতেন। দু’জনেই খিদিরপুর ক্লাব থেকে উঠেছেন।
১৯৭৭ সালে সুব্রত ভট্টাচার্য মোহনবাগানের অধিনায়ক থাকাকালীন ইস্টবেঙ্গলের নেতৃত্বে ছিলেন শ্যামল ঘোষ। ক্লিন ফুটবলার কোনওদিন হলুদকার্ড বা লালকার্ড দেখেননি। বাংলা এবং দেশের জন্যও খেলেন। ময়দানের এক আপাদমস্তক ভদ্রলোক ও অজাতশত্রু হিসাবে পরিচিত ছিলেন শ্যামল ঘোষ। রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন, চিত্র পরিচালক সন্দীপ চৌধুরীর পর এবার ফুটবল জগতেও নক্ষত্র পতন।