দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আবার বিতর্কে স্প্যানিশ ফুটবল।লা লিগার নতুন মরশুমের উদ্বোধনী ম্যাচ পিছিয়ে গেল। আজ শুক্রবার থেকে লা লিগার নতুন মরশুম শুরু হবার কথা থাকলেও, হঠাৎ করেই স্প্যানিশ ফুটবল ফেডারেশনের তরফ জানানো হয় শুক্রবার ও সোমবার লিগের কোনো ম্যাচ রাখা যাবে না। তাই একপ্রকার বাধ্য হয়েই নতুন সূচি অনুযায়ী শুক্রবারের ম্যাচ শনিবার হবে।
বরাবরই স্প্যানিশ ফুটবল ফেডারেশন ও লা লিগার মধ্যে একটা ঠান্ডা যুদ্ধ চলতেই থাকে। শুক্রবার বা সোমবার ম্যাচ হলে আর্থিক দিক থেকে বেশি লাভ হয় লিগের ও অনেক বেশি টিভি দর্শক পাওয়া যায় বলে মনে করেন লা লিগার প্রেসিডেন্ট জাভিয়ার তেবাস।
কিন্তু ঠিক এর উল্টোটা মনে করেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রধান লুইস রুবিয়ালেস। তাঁর ধারণা উইকএন্ডে ম্যাচ হলে তবেই অনেক দর্শক সেটা দেখার সুযোগ পান।