দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো:দুটি ভিন্ন প্রতিযোগিতার জন্য তিনটি বাংলা ফুটবল দলের নাম ঘোষণা সংস্থার ইতিহাসে নজির বিহীন। আইএফএ সাংবাদিক সম্মেলনে এই তিনটি দল ঘোষণা করেন কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য। ২৩ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত এই দল কল্যাণী বিশ্ববিদ্যালয় মাঠে অনুশীলন করে। সচিব অনির্বাণ দত্ত ও কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মানস কুমার সান্যালের আলোচনাসাপেক্ষ সিদ্ধান্ত।
আগামী ৫ জানুয়ারি মধ্য রাতের বিমানে বাংলা দল মহারাষ্ট্রে রওনা হচ্ছে। দলের ম্যানেজার নির্বাচিত হয়েছেন অমিতাভ বিশ্বাস। সাফল্যের বিষয়ে কোচ আশাবাদী। প্রথম খেলা ৭ জানুয়ারি হরিয়ানার বিপক্ষে। অন্য দিকে মধ্যপ্রদেশে অনুষ্ঠিত হতে চলা খেলো ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া বাংলা অনূর্ধ্ব ১৯ মহিলা ও পুরুষ দলের নাম ঘোষণা করেন এই দুই দলের কোচ যথাক্রমে রাজদীপ নন্দী ও নির্মল পাল।
মহিলা দলের খেলা হবে বালাঘট ও পুরুষ দলের খেলা অনুষ্ঠিত হবে ইন্দোরে। সাংবাদিক সম্মেলনে সচিব ছাড়া ও উপস্থিত ছিলেন আইএফএ কোষাধ্যক্ষ দেবাশীষ সরকার ও সহসচিব সুফল রঞ্জন গিরি ও রাকেশ ঝা।