দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো: নতুন বছরের প্রথমেই ট্রান্সফার উইন্ডো খুলতে এলিয়ান্দ্রোর বিকল্প বেছে নিল ইস্টবেঙ্গল। ব্রাজিলীয় স্ট্রাইকার এলিয়ান্দ্রোর পরিবর্তে ইস্টবেঙ্গল সই করাল জেক জার্ভিসকে। ফলপ্রসূ আলোচনার পর প্রিমিয়ার লিগে খেলা এই ফরোয়ার্ডকে নিশ্চিত করল ইস্টবেঙ্গল। কেরিয়ারে ৩৮৬ ম্যাচে ৮৬টি গোল করেছেন জার্ভিস। ইউরোপীয় ফুটবলেই খেলোয়াড় জীবনের অধিকাংশ সময়টা তিনি কাটিয়েছেন। সম্প্রতি খেলেছেন ফিনল্যান্ডের শীর্ষ স্থানীয় ক্লাব এসজেকে সেইনাজোকি-র হয়ে।
৩১ বছর বয়সী এই ফুটবলার বার্মিংহাম সিটি, পোর্টসমাউথ, লুটন টাউন, এএফসি উইম্বলডনের মতো ক্লাবে খেলেছেন। বার্মিংহাম সিটির হয়ে প্রিমিয়ার লিগে খেলেছেন এই ফুটবলার। ইংলিশ ফুটবলের দ্বিতীয় সারি চ্যাম্পিয়নশিপ, তৃতীয় সারি লিগ ওয়ান, চতুর্থ সারি লিগ ২-এ বিভিন্ন ক্লাবে খেলেছেন। খেলেছেন স্কটিশ প্রিমিয়ারশিপেও। ইউরোপে খেলার পর অবশেষে এশিয়ার ক্লাব ইস্টবেঙ্গলে খেলতে আসছেন ইংল্যান্ডের স্ট্রাইকার। এই মুহূর্তে আইএসএল-এর পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে থাকা ইস্টবেঙ্গল ১১ ম্যাচে চারটি জয়ে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের অষ্টম স্থানে। সাও পাওলোর ৩২ বছর বয়সী স্ট্রাইকার এলিয়ান্দ্রো ডস স্যান্টোস গঞ্জাগাকে ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্ট্যানটাইন বাছাই করে দলে নিয়েছিলেন। চোট এবং স্লথ ফুটবলার ব্রাজিলীয় ফরোয়ার্ড ইস্টবেঙ্গলের জন্য সার্ভিস দিতে পারছিলেন না।