দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: চেন্নাই সুপার কিংস মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে তাদের চতুর্থ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শিরোপা জিততে বদ্ধপরিকর, আর আইপিএল শুরুর আগেই থালা ধোনি ‘মহেন্দ্র বাহুবলি’ রূপে ধরা দিলেন। এক বছরেরও বেশি সময় কোনও ম্যাচ খেলেন নি ধোনি। কিন্তু অনুশীলনে তার ব্যাটিং দেখে তা বোঝা মুশকিল।
অনুশীলনের সময় ধোনির দুর্দান্ত একটি শটের ভিডিও শেয়ার করেছে চেন্নাই সুপার কিংস। এই ভিডিওতে ধোনিকে একটি ছয় মারতে দেখা গেছে। আর বল সোজা গিয়ে পড়ে মাঠের বাইরে, শুধু তাই নয়, অনেক খোঁজা সত্ত্বেও বল পাওয়া যায়নি।
মুহুর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ভিডিও। ধোনির এই শটের ভিডিও দেখার পর চেন্নাই সমর্থকরা চতুর্থ আইপিএল শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী।
আইপিএল খেলতে দুবাই রওনা দেওয়ার আগে ধোনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। গত বছর ইংল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজের শেষ ক্রিকেট ম্যাচটি খেলেন ধোনি। এর পরে ধোনি ক্রিকেট থেকে বিরতি নিয়েছিলেন।