দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: চোটের কারণে গত এক বছর মাঠের বাইরে ছিলেন সন্দেশ ঝিঙ্গান। কেরালা ব্লাস্টার্সের সাথে দীর্ঘ ছয় বছরের সম্পর্ক ছিন্ন হওয়ার পর থেকেই ভারতীয় ফুটবলে এই তারকা ডিফেন্ডারের পরবর্তী গন্তব্য নিয়ে জল্পনার শেষ নেই। সন্দেশের নিজের ইচ্ছা বিদেশের কোন ক্লাবের হয়ে খেলা। কিন্তু করোনা মহামারীর জন্য এই মরসুমে সেই ইচ্ছে পূরণ হওয়া বেশ কঠিন।
এদিকে কয়েকদিন আগে মিনার্ভা একাডেমির কর্ণাধার রঞ্জিত বাজাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেন, এই পাঞ্জাব তনয় নাকি ইতিমধ্যেই এটিকে মোহনবাগানে সই করে দিয়েছেন। পাঁচ বছরের চুক্তিও হয়েছে তাদের মধ্যে।
স্যোসাল মিডিয়ায় মুহূর্তেই এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে। কিন্তু পরবর্তীতে শোনা যায় সন্দেশ যত টাকা চেয়েছেন এটিকে মোহনবাগান কর্তৃপক্ষ নাকি দিতে রাজি নয়। এই সুযোগটা কাজে লাগিয়ে ইস্টবেঙ্গল ঝাঁপিয়ে পড়ে সদ্য অর্জুন প্রাপ্ত ফুটবলারটিকে দলে নিতে। এফসি গোয়া ও ওড়িশা এফসিও এই ডিফেন্ডারকে দলে নেওয়ার দৌড়ে সামিল রয়েছে। এখন দেখার এই ফুটবলারকে আগামী মরসুমে কোন দলের জার্সি তে দেখা যায়।