দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ব্যাটসম্যানদের কাছে ব্যাটটাই হল সব। সমস্ত জবাব দেওয়ার অস্ত্র। মাঠের ভিতরে হোক বা বাইরে সমস্ত বিতর্ক বা সমালোচনাকে মাঠের বাইরে ফেলতে পারে ব্যাটটাই। তাই সমস্ত ব্যাটসম্যানই ব্যাটের যত্ন নেন নিয়ম করে। কিন্তু নিজের হাতে করাত দিয়ে ব্যাটের হ্যান্ডেল ছোট করেন ক’জন?
কিন্তু তিনি তো বিরাট কোহলি। ভারতের অধিনায়ক। অন্যদের থেকে কিছুটা হলেও আলাদা তিনি। একজন আইকনকে যেমন অনেক লোকের ভিড়েও আলাদা করে চেনা যায় ঠিক তেমনি বিরাট কোহলিকেও আলাদা করে চিনতে অসুবিধা হয় না। সে মাঠের মধ্যে হোক বা বাইরে। হাজার তারকার ভিড়েও কিং কোহলি একেবারে আলাদা।
আর তারই প্রমাণ মিলল টুইটারে তাঁরই শেয়ার করা এই ভিডিওতে। মাত্র ২৯ সেকেন্ডের এই ভিডিওতে ভারত অধিনায়ককে দেখা গেল ব্যাটের হ্যান্ডেল করাত দিয়ে কেটে ছোট করতে। এই ভিডিও শেয়ার করে তিনি লিখলেন,”ছোট ছোট বিষয়গুলোও খুব জরুরী। ব্যাটের ভারসাম্য ঠিক রাখতে কিছু সেন্টিমিটার ও বড় ভূমিকা পালন করে। আমি আমার ব্যাটের খেয়াল রাখতে ভালোবাসি।”
বিরাট এই মুহুর্তে আইপিএল খেলতে আবুধাবিতে। আগামী সপ্তাহে শুরু হচ্ছে কোটি টাকার এই লিগ। বিরাট কোহলির প্রধান লক্ষ্য আরসিবিকে আইপিএল চ্যাম্পিয়ন করা। কারণ আইপিএলের ১২টি মরসুমে দুবার ফাইনালে উঠলেও ট্রফি অধরা রয়ে গিয়েছে বিরাটের দলের। এই মরুদেশে এই ভাগ্যের চাকাই উল্টোদিকে ঘোরাতে চান আরসিবি অধিনায়ক।