দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: জন্মদিনেই আঙুলের চোট সরিয়ে মাঠে ফিরতে চলেছেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচে আঙ্গুলে চোট পান মর্গ্যান। তৃতীয় ম্যাচে না খেললেও ওয়ানডে সিরিজের আগে সুস্থ হয়ে উঠেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। তাঁর এই মাঠে ফেরার খবরে স্বস্তি নাইট রাইডার্স শিবিরেও।
গত রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে স্টোইনিসের শট আটকাতে গিয়ে আঙুল বেঁকে যায় মর্গ্যানের। আইপিএল শুরু হতে বেশিদিন বাকি নেই। খুব স্বাভাবিক ভাবে এই খবর নাইট শিবিরের কাছে উদ্বেগজনক ছিল। কারণ মর্গ্যান কেকেআরের ব্যাটিং শক্তি অনেকটাই বাড়াতে পারেন।
কিন্তু মর্গ্যানের আঙুলে লেগে যাওয়ায় বোঝা যাচ্ছিল না যে, তিনি কবে নাগাদ ফিরতে পারবেন মাঠে? ইসিবির তরফ থেকেও কোনও বক্তব্যও পেশ করা হয়নি। শেষ পর্যন্ত শুক্রবার জানানো হল, মর্গ্যান ফিট। অজিদের বিরুদ্ধে ওয়ান ডেতেও তিনি নামছেন। আর এই খবর পেতেই খুশি নাইটরা।