দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো: নিউজিল্যান্ড: ৯৯/৮ (স্যান্টনার ১৯, অর্শদীপ ২/৭, চাহাল ১/৪)
ভারত ১০০/৪ (সূর্যকুমার ২৬, ইশান ১৯, ব্রেসওয়েল ১/১৩)
৬ উইকেটে জয়ী ভারত
নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে জয়ী ভারত। রুদ্ধশ্বাস ম্যাচে হাসি ফুটল ভারতের মুখে। ভারতীয় বোলারদের দাপটে ৯৯ রানে গুটিয়ে যায় কিউয়িরা। রান তাড়া করতে নেমে জয় নিশ্চিত করেন সূর্যকুমার যাদব। সিরিজের প্রথম ম্যাচে হার ভারতের। রাঁচির মাঠে বিপক্ষ অধিনায়ক মিচেল স্যান্টনারের ঘূর্ণিতে জব্দ শুভমন গিল- হার্দিক পান্ডিয়ারা।
ভারতীয় স্পিনারদের বোলিংয়ের কাবু কিউয়ি ব্যাটাররা। অর্শদীপ সিং দুই উইকেট নিলেন। প্রথম একাদশে যুজবেন্দ্র চাহাল। ১ ফেব্রুয়ারি আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন স্যান্টনার। নিউজিল্যান্ডের ব্যাটাররা থমকে গেলেন। ১১ রান করে আউট হন ডেভন কনওয়ে। ৮ রান করেন ড্যারেল মিচেল। অধিনায়ক স্যান্টনার। দলের হয়ে সর্বোচ্চ স্কোর করেন। ২০ ওভারে ৯৯ রানে শেষ নিউজিল্যান্ড ইনিংস।
ভারতীয় বোলারদের মধ্যে মাভি ছাড়া সকলেই উইকেট পেয়েছেন। মাত্র ৪ রান দিয়ে এক উইকেট নেন চাহাল। অর্শদীপ ৭ রান দিয়ে দুই উইকেট, দীপক হুডা, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, হার্দিক পান্ডিয়া একটি করে উইকেট নেন। কঠিন পিচে ১০০ রানের টার্গেট তাড়া করতে নেমে ব্যর্থ দুই ওপেনার। ১১ রান করে আউট গিল। ইশান কিষাণ-রাহুল ত্রিপাঠী, ওয়াশিংটনরা ব্যর্থ। সূর্য ৩১ বলে ২৬ ও হার্দিক ২০ বলে ১৫ রানে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত দলকে জয় এনে দেন সূর্যকুমার যাদব। তাঁকে যোগ্য সঙ্গত করেন অধিনায়ক হার্দিক। ৪ উইকেটে ১০১ রান করে সিরিজে সমতা ফেরাল ভারত।