দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো: মহিলাদের প্রথম অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতীয় দলের প্রথম একাদশে বাংলার তিন জন। রিচা ঘোষ, তিতাস সাধু এবং হৃষিতা বসু। চুঁচুড়ার তিতাস জোরে বোলার। বাকি দু’জন উইকেটরক্ষক-ব্যাটার।
রিচা এখন ভারতীয় মহিলা ক্রিকেটে অন্যতমা। হৃষিতা হাওড়ায় লক্ষ্মীরতন শুক্লার অ্যাকাডেমির ছাত্রী। বাংলা দলের কোচ লক্ষ্মীরতনের নিজের ক্রিকেট অ্যাকাডেমিতে ক্রিকেটে হাতেখড়ি বালিটিকুরির বাসিন্দা হৃষিতার। অ্যাকাডেমির কোচ চরণজিৎ সিংহের নজরদারিতে ক্রিকেট শুরু প্রশিক্ষণ, অনুশীলনও অষ্টাদশী হৃষিতার। পরামর্শ দিয়েছেন লক্ষ্মী।
মনোজ তিওয়ারিদের কোচ বলেন, ‘‘হৃষিতা আমার অ্যাকাডেমির স্টুডেন্ট। ওকে তৈরি করেছে চরণজিৎ।’’ চরণজিৎ অনুশীলন করিয়েছেন রিচা এবং তিতাসকেও। ভারতের অনূর্ধ্ব ১৯ মহিলা বিশ্বকাপ জয়ী দলের তিন সদস্যের স্যর চরণজিৎ। ভারতের জাতীয় দলে তিন বাঙালি এক সঙ্গে খেলছে, এমন ঘটনা বিরল। মহিলা ক্রিকেটে রিচা, তিতাস, হৃষিতারা স্বপ্ন দেখাচ্ছেন বাংলার ক্রীড়াপ্রেমীদের।