দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো: টাইব্রেকারে বেলজিয়ামকে ৫-৪ গোলে হারিয়ে হকি বিশ্বকাপ জিতল জার্মানি। সাডন ডেথ-এ টানগাই কসিন্স মিস করতেই তৃতীয় বিশ্বকাপ জয় জার্মানদের। টাইব্রেকারে গোল করেন ওয়েলেন ২, মুলার এবং প্রিঞ্জ ২। নির্ধারিত সময় ৩-৩ গোলে শেষ হয় ম্যাচ। টাইব্রেকারে জয় ছিনিয়ে নিল জার্মানি। ২ গোলে পিছিয়ে থেকে দুরন্ত প্রত্যাবর্তন। জার্মানরা ২০০৬ সালে শেষবার বিশ্বকাপ জিতেছিল। অলিম্পিকে শেষ সোনা ২০১২ সালে। আন্তর্জাতিক মঞ্চে ট্রফি বলতে ২০১৩ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং ২০১৪ তে চ্যাম্পিয়ন্স ট্রফি। ফেভারিট বেলজিয়ামকে হারিয়ে আবার ইতিহাসে অলিম্পিকে চারবারের সোনাজয়ী দল।
হকি বিশ্বকাপের ফাইনালে উপস্থিত ছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। প্রথম বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি বেলজিয়াম এবং জার্মানি। ভুবনেশ্বরে ম্যাচের প্রথম কোয়ার্টারে জোড়া গোলে এগিয়ে যায় বেলজিয়াম। প্রথম গোল করেন ফ্লোরেন্ট ভ্যান আউবেল। দ্বিতীয় গোল টানগাই কসিন্সের। দুটোই ফিল্ড গোল। টম গ্র্যামবুসচের পেনাল্টি স্ট্রোক বাঁচিয়ে দেন বেলজিয়ান কিপার ভ্যান ডোরেন। আন্দ্রে হেনিংয়ের দল জোড়া পেনাল্টি কর্নার পায় জার্মানি। প্রথমটা ফলপ্রসূ না হলেও, দ্বিতীয় পেনাল্টি কর্নার থেকে ২-১ করে জার্মানরা।
দ্বিতীয় কোয়ার্টারে গোল করেন নিকলাস ওয়েলেন। তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে গোল করেন সেমিফাইনালের হ্যাটট্রিক ম্যান পেইল্লাত গঞ্জালো। চতুর্থ কোয়ার্টারের হিটলারের দেশকে এগিয়ে দেন ম্যাটস গ্র্যামবুসচ। শেষ মিনিটে গোল করে ৩-৩ করেন টম বুন। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। শেষপর্যন্ত সাডন ডেথ-এ জয় জার্মানির। অন্যদিকে ফাইনালের আগে একনম্বর দল অস্ট্রেলিয়াকে ৩-১ গোলে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করে নেদারল্যান্ডস।