দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো: আকাশ শাহবাজদের দাপটে বিধ্বস্ত বিরাটরা। রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে ঝাড়খণ্ডের বিরুদ্ধে ৮১ রান করলেন শাহবাজ আমেদ। ১২০ বলের ইনিংসে ৯টি চার ও জোড়া ছক্কা মারেন বাঁহাতি ব্যাটার। বাংলা প্রথম ইনিংসে করে ৩২৮ রান। ১৫৫ রানের লিড নেয় বাংলা। সেমিফাইনালের পথ নিশ্চিত করলেন মনোজ তিওয়ারিরা।
দ্বিতীয় দিনে বাংলার স্কোর ছিল ২৩৮/৫। ১৭ রানে ক্রিজে ছিলেন শাহবাজ। তৃতীয় দিনের শুরুতে ৬৪ রান যোগ করলেন বাঁহাতি ক্রিকেটার। দ্বিতীয় দিন ক্রিজে থাকা উইকেটকিপার অভিষেক পোড়েল ৫২ বলে ৩৩ রান করেন। আকাশ ঘটক ৪৯ বলে ১২ রান করেন। আকাশ দীপ ও মুকেশ কুমার দুজনই ১ রান করে ফেরেন। ১০৮ ওভারে ৩২৮ রানে শেষ হয় বাংলার প্রথম ইনিংস। ঝাড়খণ্ডের চেয়ে ১৫৫ রানে এগিয়ে বাংলা।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ঝাড়খণ্ড ১৬২ রান করে। দুটি করে উইকেট নেন আকাশ দীপ ও আকাশ ঘটক। শাহবাজ নেন একটি উইকেট। একটি উইকেট নেন ঈশান পোড়েল। বাংলার বিরূদ্ধে হার বাঁচানোর ব্যর্থ প্রয়াসই একমাত্র চ্যালেঞ্জ বিরাট সিংহদের।