মহিলাদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরে গতকাল শহরে ফিরলেন দুই বাঙালি বিশ্বজয়ী চুঁচুড়ার তিতাস সাধু ও হাওড়ার হৃষিতা বসু। আর এক বিশ্বজয়ী বাঙালি কন্যা রিচা ঘোষ আমদাবাদ থেকে রওনা হয়েছেন দক্ষিণ আফ্রিকার উদ্দেশে। মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বড়দের দলেও রয়েছেন শিলিগুড়ির রিচা।
তিতাস ও হৃষিতাকে স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দরে গিয়েছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ছিলেন বাংলার ক্রিকেট সংস্থার সভাপতি স্নেহাশীষ গাঙ্গুলি, সহ্য সভাপতি অমলেন্দু বিশ্বাস, যুগ্ম সচিব দেবব্রত দাস ও অন্যান্য কর্তারা। বিশ্বজয়ীদের দেখার জন্য বিমানবন্দরে ভিড় জমেছিল এমনকি হাত মেলাতে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। পরিস্থিতি সামলান ক্রীড়ামন্ত্রী নিজেই।