ধোনির রাজ্যের বিরুদ্ধে ৯ উইকেটে জিতে রঞ্জির সেমিফাইনালে মনোজ তিওয়ারিররা। সেমিফাইনালে বাংলার সামনে পণ্ডিতের মধ্যপ্রদেশ। উল্লেখ্য রঞ্জি কোয়ার্টার ফাইনালে ঝাড়খণ্ডকে ৯ উইকেটে হারায় বাংলা। সেমিফাইনালে বাংলার প্রতিপক্ষ চন্দ্রকান্ত পণ্ডিতের মধ্যপ্রদেশ। বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা এবং অধিনায়ক মনোজ তিওয়ারি চুড়ান্ত প্রস্তুতির মহড়ায় মনোনিবেশ করছেন। অতীত ভুলে কোয়ার্টার ফাইনালে ঝাড়খণ্ডকে হারিয়ে সেমিফাইনালে ওঠা লক্ষ্মীরতন মনোজ জুটি হেলায় হারাতে চাইছেন মধ্যপ্রদেশকে।
কোয়ার্টার ফাইনালে ঝাড়খণ্ডকে হারিয়ে মনোজ তিওয়ারিরা মধ্য প্রদেশের বিরুদ্ধে ৮ ফেব্রুয়ারি ইন্দোরের মাঠে নামবেন মনোজরা। মধ্যপ্রদেশের কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের তৈরি করা দলের বিরুদ্ধে জিতে ফাইনাল খেলতে তৎপর অভিমন্যুরা।
আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের দায়িত্বে থাকা কোচের বিরুদ্ধে চ্যালেঞ্জ নিতে মরিয়া বাংলার হেড স্যার লক্ষ্মী রতন শুক্লা। প্রথম বার বাংলার দায়িত্ব নিয়েই রঞ্জি জিতে ইতিহাস সৃষ্টি করতেই তৎপর এল আর।