দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো: আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটি অর্থাৎ আইওসি প্যারিস অলিম্পিক্সে রুশ দলের অংশ নেওয়ার সম্ভাবনার ইঙ্গিত দেয়। পোল্যান্ড, লিথুয়ানিয়া, এস্তোনিয়া এবং লাটভিয়া তীব্র বিরোধিতা করে। ২০২৪ প্যারিস অলিম্পিক্স বয়কট করার সিদ্ধান্ত বিশ্বের ৪০টি দেশের! গেমসকেই তাৎপর্যহীন করার সম্ভাবনা। চাঞ্চল্যকর করেছেন পোল্যান্ডের পর্যটন মন্ত্রীকামিল বোর্তনিচকের। রুশ হানায় বিধ্বস্ত ইউক্রেন জানিয়ে দিয়েছে তারা গেমস বয়কট করবে। আইওসি জানিয়েছে, বয়কট হলে কিন্তু ক্ষতি হবে খেলোয়াড়দেরই।
পোলিশ মন্ত্রীর বক্তব্য, ‘‘আইওসি রুশ দলের অংশ নেওয়ায় সায় দিলে অন্তত ৪০টি দেশ থাকবে না। গ্রেট ব্রিটেন, আমেরিকা এবং কানাডা সহ বিভিন্ন দেশ। খেলাধুলোর নিয়ামক সংস্থার সিদ্ধান্তে মর্মাহত মন্ত্রী। যদি রুশদের খেলতে দেওয়া হয়, বয়কট করার সিদ্ধান্ত বহাল থাকছে। সে ক্ষেত্রে অলিম্পিক্সই গুরুত্বহীন হয়ে পড়ার সম্ভাবনা প্রবল। আইওসি সূত্রে জানা যায়, রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়দের অলিম্পিক্সে নামতে দেওয়ার পথ বের করতে চলেছে আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটি।