দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো: কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের অভিনব উদ্যোগ। সুন্দরবন এলাকার ফুটবলের উন্নতির স্বার্থে এবং মহিলা ফুটবলার তুলে আনতে ‘বেনিয়ান ট্রী’ গ্রুপের পৃষ্ঠপোষকতায় উত্তর ২৪ পরগনার সন্দেশখালি কানমারী সোশ্যাল কেয়ার ফুটবল আকাডেমির পাশে দাঁড়ালো সিএসজেসি।


আকাডেমির মাঠে অনুষ্ঠিত মহিলাদের এক প্রীতি ফুটবল ম্যাচে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনিয়ান ট্রী গ্রুপের কর্ণধার তথা আকাদেমির সভাপতি প্রবীর রায় চৌধুরী, ইমামি ইস্টবেঙ্গলের তিন ফুটবলার সৌভিক চক্রবর্তী, শুভম সেন, তুহিন দাস, স্থানীয় বিধায়ক সুকুমার মাহাতো, আকাদেমির সম্পাদক দেবরাজ মাহাতো, সিএসজেসি’র সভাপতি সুভেন রাহা-সহ ক্রীড়া সাংবাদিকরা। ভবিষ্যতে আকাদেমির পাশে সবসময় থাকার আশ্বাস দিয়েছে সিএসজেসি।