ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। যুদ্ধকালীন প্রস্তুতিতে দুই দলই। বর্ডার-গাভাসকর ট্রফি শুরুর আগে ভারতের সহ অধিনায়ক কেএল রাহুলের মুখে তিন স্পিনার নিয়ে খেলার পরিকল্পনার কথা শোনা গেল। নাগপুর পিচ সম্বন্ধে সম্পূর্ণ ধারণা নেই। দলে তিন জায়গা নিয়ে ধন্দে টিম ম্যানেজমেন্ট। উইকেটকিপার, তৃতীয় স্পিনার এবং পঞ্চম ব্যাটার। নাগপুরের উইকেটে প্রথম দিন থেকেই সাহায্য পাবে স্পিনাররা। ম্যাচের দিন বা তার আগের দিন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা।
দুরন্ত ফর্মে শুভমন গিলকে টেস্টে মিডল অর্ডারে খেলানো হতে পারে? চোট সারিয়ে দলে রোহিত শর্মা। প্রয়োজনে মিডল অর্ডারেও ব্যাট করতে প্রস্তুত রাহুল। প্রথম একাদশ বেছে নিতে হিমসিম দ্রাবিড়, রোহিতরা। ভারতের সহ অধিনায়ক রাহুলের মতে দলের ১৫ জনই খুব ভাল ক্রিকেটার, ম্যাচ উইনারও। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে কুলদীপ যাদবকে বাদ দিয়ে বিতর্কে ভারতের সহ অধিনায়ক। জস হ্যাজেলউড, ক্যামেরুন গ্রিন দলে না থাকলেও অসিদের বোলিংকে গুরুত্ব দিচ্ছে ভারত। রিভার্স সুইং গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। ফাস্ট বোলার লাভবান হবেন। অস্ট্রেলিয়ার বোলিং বিভাগ ভাল হলেও দলের সেরা ব্যাটার ডেভিড ওয়ার্নারের ফর্মে না থাকাটা অ্যাডভান্টেজ ভারতের।