জামশেদপুর ম্যাচে জয়ে ফিরতে মরিয়া এটিকে মোহনবাগান। বেঙ্গালুরুর কাছে হের একধাপ নীচে এটিকে মোহনবাগান। ১৬ ম্যাচে ২৭ পয়েন্টে পাঁচ নম্বরে সবুজ মেরুন। সামনেই রয়েছে বেঙ্গালুরু। প্লে অফ নিশ্চিত করতে বাকি চার ম্যাচের অন্তত তিন ম্যাচে জিততেই হবে। টাটার শহরে জয় পেতে মরিয়া চেষ্টা চালাবেন জুয়ান ফেরান্দো। ৯ ফেব্রুয়ারী আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে এটিকে মোহনবাগানের প্রতিপক্ষ জামশেদপুর এফসি।হুগো, লিস্টনদের প্রত্যাবর্তনের মঞ্চ বললেও ভুল হবে না। জামশেদপুর ১৭ ম্যাচে ১২ পয়েন্টে টেবিলের সেকেন্ড লাস্টবয়। অ্যাওয়ে ম্যাচে সবুজ মেরুন জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে।
এটিকে মোহনবাগানের হেডস্যার জুয়ান ফেরান্দো ক্লাবতাঁবুতে সাংবাদিক সম্মেলনে বলেন, ‘আমার দলে অভিজ্ঞতার পাশাপাশি তরুণ ফুটবলাররাও যথেষ্ট যোগ্য। অনেক ম্যাচে তীরে এসে তরী ডুবেছে। নিজেদের দোষে ডুবছি। এটা করলে চলবে না।’ বেঙ্গালুরুর বিরুদ্ধে হারলেও দলের খেলায় খুশি জুয়ান। লিস্টন কোলাসো ফর্মে না থাকা চিন্তার বিষয় ফেরান্দোর। বাগানের স্প্যানিশ কোচে বাকি ম্যাচগুলোতেই জয় আশা করছেন সবুজ মেরুন শিবিরের। চোট সারিয়ে পরের ম্যাচে খেলবেন ফরাসি মিডিও হুগো বুমোস।