দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বজ্রপাতে প্রাণ হারালেন বাংলাদেশের দুই ক্রিকেটার। তাদের নাম মহম্মদ নাদিম ও মিজানুর রহমান। ঢাকার কাছেই গাজা স্টেডিয়ামে প্র্যাকটিস করছিলেন তারা। সেই সময় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয় বাধ্য হয়েই প্র্যাকটিস থামান তারা। এরপর ফুটবল খেলতে শুরু করেন প্র্যাকটিস করতে থাকা ক্রিকেটাররা। তখনই ঘটে এই দুর্ঘটনা। বেশ কিছুদিন ধরেই বজ্রপাতে প্রাণ হারাচ্ছেন বাংলাদেশের অনেক মানুষ। চলতি বছরে প্রায় ৩৫০ জন প্রাণ হারিয়েছেন এই বজ্রপাতের কারনে।
মহম্মদ পলাশ নামে এক প্রত্যক্ষদর্শীর কথায় ‘হঠাৎ করেই দেখলাম বৃষ্টি শুরু হল। তারপর ভয়ংকর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত। তিনটে ছেলে দেখলাম, খেলতে খলতে মাঠের মধ্যেই লুটিয়ে পড়ল। বাকি প্লেয়ারেরা তড়িঘড়ি ওই তিনজনকে হাসপাতালে নিয়ে যায়। পরে একজন বেঁচে গেলেও, প্রাণ হারায় বাকি দু’জন।’
জাতীয় স্তরের প্রতিযোগিতায় দলে নিজেদের জায়গা পাকা করতেই জোরকদমে অনুশীলন চালাচ্ছিলেন নাদিম ও রহমান। এতো মানুষ বজ্রপাতে প্রাণ হারানোয় ইতিমধ্যেই বজ্রপাতকে প্রাকৃতিক বিপর্যয় বলে ঘোষণা করে দিয়েছে বাংলাদেশ সরকার।