দ্যা ক্যালকাটা মিরর ব্যূরো :সাত সকালে শুরুটা সাজানো গোছানোই ছিল ইডেনে। হাজির বহু মানুষ। ঘরের মাঠে রনজি ফাইনাল ম্যাচ বলে কথা। সকালে ম্যাচ শুরুর আগে ইডেনের ফাইনালের ঘণ্টা বাজান রনজি জয়ী দলের অধিনায়ক সম্বরণ ব্যানার্জি। হাজির বহু প্রাক্তন তারকারাও। ঘরের দলের ক্রিকেটাররা ইডেনের পিচকে হাতের তালুর মতো চেনেন। সব ওলট পালট হয়ে গেল। প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের সামনে বাংলা।
বাংলার ১৭ রানে চার উইকেট। অভিষেক ম্যাচে ব্যার্থ ওপেনার সুমন্ত গুপ্ত। ঈশ্বরণ ও সুদীপ ঘরামী শূন্য রানে ফিরেছেন। মনোজ, অনুস্টুপও ব্যর্থ।
টসে জিতে বাংলাকে ব্যাট করার আমন্ত্রণ জানায় সৌরাষ্ট্র। মনোজ বলেছিলেন টসে জিতলে বল করবেন। সৌরাষ্ট্র সেই প্ল্যানে বাজিমাত করেছে। সফল বোলার চেতন শাকারিয়া ও জয়দেব উনাদকাট। শাহবাজ এবং অভিষেক রান না পেলে লজ্জার মুখে পড়তে হত। প্রথম দিনের শেষে সৌরাষ্ট্রের অ্যাডভান্টেজ থাকলেও দ্বিতীয় দিন ঘুরে দাঁড়ানোর বিষয়ে আশাবাদী মনোজ তিওয়ারি। হাল ছাড়ছেন না বাংলার অধিনায়ক। কোনও কিছুই অসম্ভব নয়। ম্যাচ এখনও ওপেন। বললেন মনোজ।