দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: শেষমেশ আইপিএল হচ্ছে। তবে ভারতে নয় মরুশহর আবুধাবিতে। তাই ক্রিকেটের নন্দনকাননেও নেই সেই চেনা ব্যস্ততার ছাপ। কিন্তু ইডেন গার্ডেন্স মানেই তো বহু স্মৃতি, বহু ক্রিকেটীয় মহাকাব্য। ভারতের ক্রিকেটের উত্থানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ইডেনের নাম। কালে কালে চেহারা পাল্টেছে। সংযোজিত হয়েছে অনেককিছু। কিন্তু একই রয়ে গেছে সেই আবেগ।
এই ইডেনের ইতিহাসটাও বেশ চমকপ্রদ। সেই শুরুর সময় থেকে আজকের যাত্রাপথকে ডকুমেন্টারিতে ধরে রাখার উদ্যোগ নিয়েছেন বেঙ্গল স্টেট আর্কাইভের সিনিয়র আর্কিভিস্ট সুমিত ঘোষ। শুক্রবার ইউটিউবে মুক্তি পেল তাঁর এই তথ্যচিত্র ‘ইডেনের ইতিকথা’। প্রোডাকশনের তত্বাবধানে ধ্রুবক প্রোডাকশন। পরিচালনা করেছেন সৌম্য মৈত্র।