দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : সম্প্রতি ভারতীয় পুরুষ ও মহিলা ক্রিকেট দলের জার্সি ও অন্যান্য সরঞ্জামের দায়িত্ব নিয়েছে এডিডাস । আর তাই আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপের আগেই তারা প্রকাশ করলো নতুন জার্সি । টেস্ট ,ওডিআই ও টি ২০ তিন ফরম্যাটের জন্য আলাদা আলাদা জার্সি ডিজাইন করেছে এডিডাস । যা তারা ইতিমধ্যেই উন্মোচন করেছে ।
পুরুষ ও মহিলা দলের জন্য বানানো হয়েছে এই জার্সি । বিসিসিআই টুইটারে একটি বিজ্ঞাপনী ভিডিও প্রকাশ করেছে যেখানে রোহিত শর্মা, বিরাট কোহলি , হার্দিক পান্ডিয়া সহ অন্যান্য পুরুষ ক্রিকেটারদের সঙ্গে দেখা যাচ্ছে ভারতীয় মহিলা দলের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর কে ।
আর এই ভিডিওতে কোহলিকে বলতে শোনা যাচ্ছে ‘ এই জার্সি আপনাকে রাজার মত অনুভূতি দেবে এবং মনে করিয়ে দেবে যে খেলার থেকে বোরো কিছু নয় ‘।