দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : পিএসজির হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন তিনি। হার দিয়েই শেষ তাঁর পিএসজি অধ্যায়। বিদ্রুপের মুখেও পড়তে হয়েছে তাঁকে।
এবার শুরু হয়েছে নতুন জল্পনা। তিনি কি ফিরতে চলেছেন তাঁর প্রিয় ক্লাব বার্সাতেই। তিনি ফুটবলের ঈশ্বর। বিশ্বব্যাপী তাঁর ফ্যানেরা তাকিয়ে তিনি কোন ক্লাবে তাঁর ক্যরিয়ার শেষ করেন।
সমস্ত জল্পনা কে উস্কে দিয়ে তাঁর ফুটবল এজেন্ট তাঁর বাবা জর্জ বার্সা প্রেসিডেন্ট খুয়ান ল্যাপোর্তার বাড়িতে দীর্ঘক্ষন আলোচনা করেন মেসির চুক্তির ব্যাপারে। সে কথা তিনি নিজেও স্বীকার করে নিয়েছেন। জর্জ বলেছেন ‘ লিও চাইছেন বার্সাতেই ফিরতে, আমি খুব খুশি হবো লিও যদি ফের বার্সাতেই খেলে ‘।
যদিও মেসিকে পেতে বিরাট অংকের অফার দিয়েছে সৌদির ক্লাব আল হিলাল। কিন্তু ফুটবল মহলের ধারণা মেসি বার্সাতেই ফিরছে।