দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং নেয়। শুরুটা মন্দ হয়নি ভারতের। শূন্য রানে খোয়াজাকে ফিরিয়ে দেয় মোহাম্মদ সিরাজ। মাত্র ২ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া।১০ বল খেলে ০রানে প্যাভিলিয়নে ফিরে যান খোয়াজা। এরপর শামির বলে বোল্ড হন লেবুশানে ব্যাক্তিগত ২৬ রানে। ডেভিড ওয়ার্নার করেন ৪৩ রান। তার উইকেটটি নেন শারদুল ঠাকুর।
ডেভিড ওয়ার্নার আউট হওয়ার পর ব্যাট করতে আসে ম্যাথু হেড স্টিভ স্মিথকে সঙ্গে নিয়ে তিনি নিজের সেঞ্চুরি সম্পূর্ণ করে। প্রথম দিনের খেলার শেষে ১৫৬ বল খেলে ১৪৬ রানে অপরাজিত আছে হেড তিনি ২২ টা চার ও ১ টা ছয় মেরেছেন সঙ্গে ৯৫ রানে অপরাজিত আছেন স্টিভ স্মিথ।
সিরাজ, শামি ও শারদুল একটি করে উইকেট পেয়েছে। অশ্বিন কে প্রথম একাদশে না রাখায় সমালোচনার মুখে পড়তে হয়েছে ক্যাপ্টেন রোহিত শর্মাকে।