দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: দ্বিতীয় ডিভিশন আই লিগের দামামা বেজে গেলো। করোনা মহামারীর জেরে মার্চ মাসে স্থগিত হয়ে যাওয়া দ্বিতীয় ডিভিশন আই লিগের খেলা অক্টোবরের মাঝামাঝি কলকাতায় শুরু হতে চলেছে। ফেডারেশন নাকি ইতিমধ্যেই অংশ গ্রহণকারী দলগুলিকে ২৬ শে সেপ্টেম্বরের মধ্যে কলকাতা পৌঁছনোর নির্দেশ দিয়েছে।
কলকাতা পৌঁছানোর পর সব ফুটবলার এবং সাপোর্ট স্টাফেদের কোভিড-১৯ পরীক্ষা করা হবে। টুর্নামেন্ট চলাকালীনও প্রতি পাঁচ-ছয় দিন অন্তর তাদের করোনা পরীক্ষা করা হবে। দলগুলি কলকাতা পৌঁছনোর পর তাদের দু’সপ্তাহের জন্যে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে।
খবর পাওয়া যাচ্ছে এআইএফএফ নাকি এই টুর্নামেন্ট কল্যাণী স্টেডিয়ামের পরিবর্তে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে স্থানান্তরিত করার পরিকল্পনা করছে। এর পিছনে কারণ হিসেবে দেখা হচ্ছে টুর্নামেন্ট কলকাতায় হলে তা পরিচালনা করতে সুবিধা হবে।
লকডাউন শিথিল হওয়ার পরে, ক্লাবগুলি তাদের স্কোয়াড শক্তিশালী করার কাজে নেমে পড়েছে, এবং নিজ নিজ শহরে অনুশীলনও শুরু করেছে। করোনা পরবর্তী সময়ে এটিই দেশের প্রথম অফিশিয়াল স্পোর্টিং ইভেন্টে হতে চলেছে, এবং প্রতিযোগিতায় বিজয়ী দল আই লিগ ২০২০-২১ মৌসুমে যোগ্যতা অর্জন করবে।
টুর্নামেন্টে ফরম্যাট নিয়ে এখনো সরকারি ভাবে কিছু ঘোষণা না হলেও, শোনা যাচ্ছে পাঁচটি দল নিয়ে সিঙ্গেল রাউন্ড রবিন ফরম্যাটে খেলা হবে। টুর্নামেন্টে যে পাঁচটি দল অংশ গ্রহণ করবে, তারা হলো মহামেডান স্পোর্টিং ক্লাব, ভবানীপুর এফসি, গড়ওয়াল এফসি, আরা এফসি ও এফসি বেঙ্গালুরু ইউনাইটেড।
দ্য ক্যালকাটা মিরর/রাকেশ