দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে হারের পর ওয়ান ডেতে দারুণভাবে ঘুরে দাঁড়াল অস্ট্রেলিয়া। ম্যাঞ্চেস্টারে প্রথম ওয়ানডেতেই বাজিমাত করল অ্যারন ফিঞ্চের দল। ১৯ রানে জেতে তাঁরা।
টসে জিতে অজিদের ব্যাট করতে পাঠান ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যান। দাপটের সঙ্গে বোলিং শুরু করেন জোফ্রা আর্চার। দ্রত তুলে নেন ওয়ার্নার ও ফিঞ্চের উইকেট। তবে খাদের কিনারা থেকে অস্ট্রেলিয়ার মিডল অর্ডার ব্যাটসম্যানদের দাপটে নির্ধারিত ৫০ ওভারে ২৯৫ রান তোলে অস্ট্রেলিয়া।তাদের হয়ে ৭৭ রানের সর্বোচ্চ স্কোর করেন ম্যাক্সওয়েল, এছাড়াও মিচেল মার্শ করেছেন ৭৩ রান এবং স্টাইনিস করেছেন ৪৩ রান।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই জো রুট ও জেসন রয়ের উইকেট হারায় ইংল্যান্ড। এরপর জনি বেয়াস্টিটো এবং স্যাম বিলিংস কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। বেয়াস্টিটো আউট হন ৮৪ রানে আর বিলিংস করেন ১১৮। দারুন বোলিং করেন অ্যাডাম জ্যাম্পা ও জস হ্যাজেলউড। জ্যাম্পা ১০ ওভার বল করে ৫৫ রানের বিনিময়ে চার উইকেট তুলে নেন। আর হ্যাজেলউড ১০ ওভারে ২৬ রান দিয়ে পান ৩ উইকেট।