দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
পাকিস্তানকে হারানোর কাজটা যদি বিরাট কোহলি ও কেএল রাহুল শুরু করে থাকেন তাহলে শেষটা করলেন কুলদীপ যাদব। অনেক উত্থান পতন দেখা কুলদীপ যাদব, এবার পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ উইকেট নিলেন। ফলে ২২৯ রানে পাকিস্তানকে হারাল ভারত। এদিন পাকিস্তান কার্যত বিনা লড়াইয়েই ম্যাচ ছেড়ে দিল।
ভারতের ৩৫৭ রানের আকাশছোঁয়া টার্গেট তাড়া করতে নেমে পাকিস্তানের দরকার ছিল বড় ইনিংসের। কিন্তু বড় ইনিংস তো দূর, পাকিস্তান ন্যূনতম লড়াইটাই করতে পারল না। ওপেন করতে নেমে ফখর জামান ও ইমাম উল হকের জুটি করল মাত্র ১৭ রান। ৯ রানে ইমামকে ফেরান বুমরাহ। এটা ছিল পাকিস্তানের ব্যাটিং ধসের শুরু। এরপর আর সেটা থামেনি। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন ফখর জামান। এরপর আঘা সালমান ও ইফতিকার আহমেদ করেন ২৩ রান করে। এই তিনজন বাদে পাকিস্তানের আর কেউ পাতে দেওয়ার মত রান করতে পারেনি। বাবর আজম, মহম্মদ রিজওয়ানের মত যাদের নিয়ে পাকিস্তানের গর্ব তাদেরকেই মাটিতে ফেলল ভারত।
পাকিস্তানের পাঁচজন ব্যাটার এক অঙ্কের রান করলেন। ভারতের হয়ে একটি করে উইকেট নেন জসপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, শার্দূল ঠাকুর। পাঁচটি উইকেট নেন কুলদীপ যাদব।
পাকিস্তান ব্যাটিংয়ের দুরবস্থা এতটাই ছিল যে তারা ৫০ ওভার তো দূর তারা ৪০ ওভারও ব্যাটিং করতে পারল না। মাত্র ৩২ ওভারেই শেষ হয়ে গেল পাকিস্তানের ইনিংস। মাত্র ১২৮ রানে গুটিয়ে গেল তারা। আর ভারত জিতল ২২৮ রানে।