দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আসন্ন ইন্ডিয়ান সুপার লিগ মরসুমের জন্যে মৌরিতানিয়ার সাতাশ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার খাসা কামারা-কে নর্থ ইস্ট ইউনাইটেডের প্রথম বিদেশি ফুটবলার হিসেবে সই করাতে চলেছে।
ফ্রান্সে জন্মগ্রহণকারী কামারা পেশাগত জীবন শুরু করেছিলেন ফরাসি লিগ ২-এ ইএসট্রয়েসের “বি” দলের হয়ে। পরে প্রথম দলের হয়েও খেলেন তিনি। ফ্রান্সের শীর্ষ তিনটি ডিভিশনেও তিনি খেলেন।
২০১৫ সালে, গ্রিসের শীর্ষ স্তরের ফুটবল লীগ সুপার লীগ গ্রিসে সানথি ফুটবল ক্লাবের হয়ে খেলেছিলেন। তার আগে সুপার লীগ গ্রিস ২-এ জিএস এরগোটেলিসেও খেলেছেন কামারা।
কামারা সেন্ট্রাল মিডফিল্ডার হয়েও বিভিন্ন পজিশনে তার দক্ষতা অসাধারণ। প্রয়োজনে রাইট ব্যাক হিসেবেও তিনি খেলতে পারেন। ডিফেন্সিভ মিডফিল্ডারের জন্য প্রয়োজনীয় ব্লকিং করার দক্ষতাও তার রয়েছে। নর্থইস্ট ইউনাইটেডকে তার খেলা দিয়ে আরো শক্তিশালী দলে পরিণত করতে চান কামারা।
দ্য ক্যালকাটা মিরর/পূরবীতা