28 C
Kolkata
Saturday, June 10, 2023
More

    “জীবনের সেরা ছন্দে রয়েছে কুলদীপ”

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ডেভিড হাসি বলেন, কুলদীপ জীবনের সেরা ফর্ম রয়েছে তাঁর প্র্যাক্টিস দেখছি গত৮-৯দিন।গত বার ইডেনের গতিময় পিচে সফল হতে পারেননি কুলদীপ যাদব। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে তাঁর এক ওভারে ২৮ রান তুলেছিলেন মইন আলি। তাতে তিনি এতটাই ভেঙে পড়েছিলেন যে, অধিনায়ক দীনেশ কার্তিক তাঁকে দলের বাইরে রাখতে বাধ্য হন। কিন্তু এ বার কলকাতা নাইট রাইডার্সের চায়নাম্যান বোলার আরও তরতাজা। নাইটদের মেন্টর ডেভিড হাসি জানিয়ে দিলেন, এ বার আত্মবিশ্বাসের কোনও অভাব দেখা যাবে না কুলদীপের মধ্যে।

    সংবাদ সংস্থা পিটিআই-কে হাসি বলেছেন, গত ৮-৯ দিনের অনুশীলনের পরে বলে দিতে পারি, জীবনের সেরা ছন্দে রয়েছে কুলদীপ। সংযুক্ত আরব আমিরশাহির উইকেট থেকে সাহায্যও পাচ্ছে। ফিল্ডিংও ভাল করছে, আগের চেয়ে অনেক বেশি ফিট। আগের চেয়ে অনেক বেশি ঘোরাচ্ছে বল।

    হাসির বিশ্বাস, এ বার ভারতীয় চায়নাম্যান বোলারের ছন্দপতনের কোনও সুযোগ নেই। তিনি বলেছেন, কুলদীপ খুবই আত্মবিশ্বাসী। দু’দিকেই বল ঘোরানোর ক্ষমতা ওর মধ্যে রয়েছে। নিজের দক্ষতা সম্পর্কে ও যথেষ্ট ওয়াকিবহাল। আমি মনে করি, এ বার কলকাতা নাইট রাইডার্সের হয়ে ধারাবাহিক ভাবে পারফর্ম করবে ও।’’ যোগ করেন, ‘‘ম্যাচের পরিস্থিতি খুব ভাল বুঝতে পারে ও। যে এত ভাল ম্যাচ বুঝতে পারে, তার সমস্যা হওয়ার কোনও কারণ দেখছি না।

    সংযুক্ত আরব আমিরশাহির পিচে বরাবর সাহায্য পান স্পিনাররা। তাই অনেকেই মনে করছেন, এ বারের আইপিএলে সুবিধা পাবেন স্পিনাররা। কিন্তু নাইটদের দলে সুনীল নারাইন ও কুলদীপ যাদব ছাড়া জনপ্রিয় স্পিনার নেই। ক্রিস গ্রিন ও সিদ্ধার্থ মণিমরণ থাকলেও আইপিএল খেলার অভিজ্ঞতা নেই। তাই হাসি মানছেন, স্পিনারদের এ বার নেতৃত্ব দেবেন বিস্ময় স্পিনার নারাইন। হাসির কথায়, প্রতিপক্ষ যখন ভাল খেলতে শুরু করবে, তখনই হয়তো কার্তিক বল দেবে নারাইনের হাতে। স্পিনারদের এ বার নেতৃত্ব দেবে ও-ই। এ বার হয়তো আরও বেশি সফল হবে। টি-টোয়েন্টিতে সব চেয়ে ভাল বোলার অবশ্যই নারাইন।

    কয়েক দিন আগেই হাসি বলেছিলেন, তিন নম্বরে নামানো হতে পারে আন্দ্রে রাসেলকে। এ দিনও তাঁর বক্তব্য, ‘‘দলের স্বার্থে তিন নম্বরে নামানো যেতেই পারে রাসেলকে। ও নেমে যদি দ্রুত রান তুলে দিতে পারে তা হলে মাঝের সারিতে সেই ছন্দ বজায় রাখতে পারে মর্গ্যান। টি-টোয়েন্টিতে সব চেয়ে কঠিন কিন্তু মিডল অর্ডারে ব্যাট করা। মর্গ্যানের মতো অভিজ্ঞ ক্রিকেটার কিন্ত সহজেই যা এত দিন করে এসেছে।’’

    শুক্রবার থেকেই কোয়ারেন্টিন কাটিয়ে তিনি ফুল ফুলদমে অনুশীলনে নেমে পড়েছেন লকি ফার্গুসন। প্র্যাক্টিসে তাঁকে গোলাপি বল দিয়ে প্রস্তুতি নিতেও দেখা গিয়েছে তাকে। নাইট শিবিরে খোঁজ নিয়ে জানা গেল সুইং ও গতি আয়ত্তে আনতেই ব্যবহার করা হয়েছে গোলাপি বল।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...