দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: দুই প্রধান ইস্ট-মোহনের পর এবার ইনভেস্টর পেয়ে গেল মহামেডান স্পোর্টিং ক্লাব। সূত্রে জানা গেছে যে ইউনাইটেড কিংডমে অবস্থিত এক স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি সাদা কালো শিবিরের সাথে জুড়তে চলছে। এই স্পোর্টস কোম্পানির একটা অফিস দিল্লীতে রয়েছে। সেই অফিসার মাধ্যমে সাদা কালোর কর্তারা যাবতীয় আলোচনা করছেন।
চলতি মরশুমে দল গঠন থেকে শুরু করে ক্লাব সংক্রান্ত বাকি সব বিষয় নিয়েই আলোচনা চলছে ঐ কোম্পানির সাথে। এরজন্য যাবতীয় অর্থ বিনিয়োগ করবে ঐ কোম্পানি।
ক্লাবকে পেশাদারি মোড়কে এনে কর্পোরেট আদলে করার জন্যই এমন পদক্ষেপ নিয়েছেন ক্লাব সচিব ওয়াসিম আক্রম ও ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস।সব পেপার তৈরি। শুধু মাত্র সরকারি ঘোষণার অপেক্ষায়।
এদিকে ভালো হোটেল না পাওয়ায় কল্যানী থেকে দ্বিতীয় ডিভিশন আই লিগ সরে গেল। পাঁচ দলের এই প্রতিযোগিতায় এবার যুবভারতীতে হবে। শোনা যাচ্ছে আগামী ৮ই অক্টোবর থেকে এই প্রতিযোগিতায় শুরু হবে।সবদলকেই ২৫শে সেপ্টেম্বরের মধ্যে আসতে হবে।
কোভিড পরিস্থিতির মধ্যে সুষ্ঠু ভাবে এই প্রতিযোগিতায় আয়োজন করার জন্য এই পাঁচ দলের ফুটবলার ও স্টাফদের যুব আবাসে রাখার পরিকল্পনা করা হয়েছে।
দ্য ক্যালকাটা মিরর/পূরবীতা