দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: গত আইএসএলে জামশেদপুর এফসির জার্সিতে খেলা স্প্যানিশ ডিফেন্ডার তিরি-কে এবার দলে নিল এটিকে মোহনবাগান। শনিবার স্যোসাল মিডিয়ায় এক ভিডিও পোস্ট করে এটিকে মোহনবাগান জোজো লুইস এসপিনোসা আরোয়া ওরফে তিরি-র প্রত্যাগমনের খবর নিশ্চিত করেছে। তিনি এক বছরের চুক্তিতে এটিকে মোহনবাগানে যোগ দিয়েছেন।
২০১৫ ও ২০১৬ মরসুমে তৎকালীন আতলেটিকো দে কলকাতার জার্সিতে আইএসএল খেলা এই ফুটবলার চার বছর বাদে পুরোনো ক্লাবে ফিরছেন। এটিকে মোহনবাগানে ২৯ বছর বয়সী এই ফুটবলার কোচ হিসেবে পাবেন তার প্রাক্তন গুরু এন্টোনিও লোপেজ হাবাসকে।
পুরোনো ক্লাবে ফিরে তিরি জানিয়েছেন, “কলকাতায় ফিরতে পেরে ভালো লাগছে। এই মরসুমে এটিকে মোহনবাগান খুবই শক্তিশালী দল গঠন করছে। এই ক্লাবের অংশ হতে ভালো লাগছে। এটিকে মোহনবাগানের হয়ে সেরাটা দিতে চাই।”
দ্য ক্যালকাটা মিরর/পূরবীতা