দ্য ক্যলকটা মিরর ব্যুরো: অবসর ভেঙে ফের একবার বাইশ গজে ফিরতে চান যুবরাজ সিং। নিজের রাজ্য পঞ্জাবের হয়ে টি২০ খেলার পাশাপাশি প্রথম ভারতীয় হিসেবে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগেও খেলার ইচ্ছে প্রকাশ করেছেন বাঁ হাতি এই অলরাউন্ডার।
অবসর ভেঙ্গে প্রাক্তন সতীর্থের এই কামব্যাককে স্বাগত জানিয়েছেন আরএক বাঁহাতি ওপেনার গৌতম গম্ভীর। ২০০৭ টি২০ বিশ্বকাপ জয়ের অন্যতম স্থপতির বিগ ব্যাশ লিগে খেলা এবং পঞ্জাবের জার্সিতে খেলা নিয়ে উচ্ছসিত প্রাক্তন কেকেআর অধিনায়ক।
সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ওর ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে যুবিকে খেলতে দেখতে সবারই ভালো লাগে।’ প্রসঙ্গত, ২০০৭ টি-টোয়েন্টি ও ২০১১-র ওয়ানডে বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন যুবরাজ ও গম্ভীর। অবসরের পরও ফিরে আসা যায় জানিয়ে গম্ভীর বলেন, ‘ও যদি পঞ্জাবের হয়ে খেলতে চায়, তবে কেন নয়! অবসরের পরও ক্রিকেটে ফিরে আসা যায়। যুবরাজ ফিরলে, ক্রিকেটে ও স্বাগতই হবে।’
২০১১ বিশ্বকাপের সেরা খেলোয়াড় যুবরাজ ২০১৯ সালে ক্রিকেটকে বিদায় জানান। ৩০৪ টি ওয়ানডে-তে ৮৭০১ রান করা ছাড়াও এই বাঁহাতি ব্যাটসম্যান ১১১ টি উইকেটও নিয়েছেন। তিনি দেশের হয়ে ৪০ টি টেস্ট এবং ৫৮ টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন।